I have no formal education to tell someone. I don’t want to be ashamed to say my academic qualification. First of all I don’t believe in any formal education. In my life most of the education I have achieved outside of formal education. I can never deny what Google and YouTube have given me. The whole world is my education field. From this field I am learning something in every moment. I want to be a learner till death. I am passionate about learning new things. But I never liked the formal education. Formal education destroys our creativity, make us material. Most honorable people of world had no formal education. Even the last prophet Muhammad (s:) did not have any formal education.
কাউকে বলার মত আমার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা বলে নিজকে লজ্জিত করতে চাইনা। প্রথমত আমি কোন প্রাতিষ্ঠানিক শিক্ষায় বিশ্বাসী নই। আমার জীবনে আমি বেশিরভাগ শিক্ষা অর্জন করেছিন প্রতিষ্ঠানিক শিক্ষার বাইরে। গুগুল এবং ইউটিউব আমাকে যা দিয়েছে তা কখনই আমি অস্বীকার করতে পারবো না। সমগ্র বিশ্ব আমার শিক্ষা ক্ষেত্র। এই শিক্ষা ক্ষেত্র থেকে আমি প্রতি মুহুর্তে কিছু শিখছি। আমি মৃত্যু পর্যন্ত শিক্ষার্থী হয়ে থাকতে চাই। নতুন কিছু শেখার ব্যাপারে আমি খুবই উৎসাহী। কিন্তু কখনই আমি প্রাতিষ্ঠানিক শিক্ষাকে পছন্দ করিনা। প্রতিষ্ঠানিক শিক্ষা আমাদের সৃজনশীলতাকে নষ্ট করে দেয়, আমাদেরকে যান্ত্রিক করে তোলে। বিশ্বের বেশিরভাগ সম্মানীয় ব্যাক্তির কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। এমন কি শেষ নবী মুহাম্মদ (স:) এর কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিলনা।